কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর মীরহামজানি এলাকায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চারজন নিহত।
বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের মীরহামজানী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার বাসন্তী, আরতী রানী দাস, শান্তি রানী ও শিল্পী রানী।
শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে।
আরো পড়ুন – স্ত্রীসহ ৪ সপ্তাহের আগাম জামিন পেলেন বড় মনি
নিহতের স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাতের কাপড়ের জন্য সল্লা যাচ্ছিলেন হতাহতরা।
এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ ৪ জনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই ) নাজমুল হাসান।
তিনি জানান, ভোরে নিহত চারজন নারী রেললাইনের উপর দিয়ে হেটে যাচ্ছিল। এসময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজন নারী নিহত হন।
আরো পড়ুন – ঘাটাইল থানার ওসির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন
মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা – অলক কুমার