রাজনৈতিকভাবে আরো উত্তপ্ত হচ্ছে ভূঞাপুর

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হামলার স্বীকার, গুরুতর আহত

ভুঞাপু‌রে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চার নেতা‌কর্মী‌কে কু‌পিয়ে‌ছে দুর্বৃত্তরা

ভূঞাপুর সংবাদদাতা : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিমসহ তার তিন কর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।

মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকা‌রি কলেজ গেট এলাকায় তাদের উপর হামলা করা হয়।

বা‌কি দুইজন আহত হলেন, যুবলীগ কর্মী রতন তালুকদার, কানন ও বিজয়।

আরো পড়ুন – বিএনপি যদি নির্বাচনকে বানচাল করতে চায়, আইনশৃংখলা বাহিনী মোকাবেলা করবে

গুরুতর আহত সে‌লিমকে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, বিকালে পৌরসভার বীরহা‌টি এলাকায় ভূঞাপুর লিঙ্করোডের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানে কর্মী সমর্থক নিয়ে উপ‌স্থিত হয় উপজেলা যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম।

অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি ছিলেন স্থানীয় সংসদ সদস‌্য তানভীর হাসান ছোট ম‌নির।

পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ফসলা‌ন্দি মোড় এলাকায় তাদের উপর হামলা করে দুর্বৃত্তরা।

এই হামলায় সে‌লিমসহ চারজন নেতাকর্মী গুরুত্বর আহত হয়।

এরপরে তাদের আহতবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়।

পরে সে‌লিমের অবস্থার অবন‌তি হলে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এ‌দিকে এই ঘটনায় ভুঞাপুরে উত্তেজনা প‌রি‌স্থি‌তি বিরাজ করছে।

আহত হওয়াকে কেন্দ্র করে যেকোন সময় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক জা‌হিদ আকন্দ জানান, সড়ক উদ্বোধনের অনুষ্ঠানে সে‌লিমসহ আমরা গিয়ে‌ছিলাম।

অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে জেনে‌ছি। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

আরো পড়ুন – প্রাণের ভয়ে কথাও বলতে সাহস পায়না তিন ফসলী জমি হারানো কৃষক

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে বলে জানা গেছে।

তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্ত করে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার