মধুপুর প্রতিনিধি : সারাদেশের ৬৬ হাজার ১৮৯ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ ঘর প্রদান করে দিয়েছেন স্থায়ী ঠিকানা।
জমিসহ ওই ঘরের দলিলপত্র বুঝিয়ে দিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ‘মুজিববর্ষের উপহার’ পাকা ঘরের উদ্বোধন করেন।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঐতিহাসিক ক্ষণের উদ্বোধন করেন তিনি।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন নির্ধারিত ৬২ পরিবারের মধ্যে সম্পন্ন হওয়া ২২টি ঘর ২২ পরিবারকে বুঝিয়ে দিয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে জাতীয় ওই অনুষ্ঠানের সাথে একই সময়ে এ ঘর বুঝিয়ে দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এমএ করিম, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) কামরান হোসন, উপজেলা আ’লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি বক্তৃতা করেন।
উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সুবিধাভোগী পরিবারের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার