গোপালপুরে ৬৮ ভূমি ও গৃহহীন পরিবার পেল স্থায়ী ঠিকানা

মো. নুর আলম, গোপালপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের একযোগে ইতিহাসে প্রথমবারের মত ঘর জমি হীন গৃহহীন পরিবারের মাঝে প্রথম পর্যায় ৬৯ হাজার ৯০৪টি ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভূমিহীন গৃহহীন ৬৮টি পরিবারের মাঝে ঘরের জমির দলিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে (২৩ জানুয়ারি) শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মো.পারভেজ মল্লিক সভাপতিত্বে, উপজেলা সহকারী ভূমি সাদিয়া ইসলাম সীমা এর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ এর মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু; থানা অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন; উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার আলিম আল রাজি; উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান হালিমুজ্জামান তালুকদার; প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ; জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মোমেন, রফিকুল ইসলাম তালুকদার, রওশন খান আইউব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের তালুকদার সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার উপকারভোগী।