নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে মাধ্যমে নতুন নেতৃত্বের হাতছানী থাকলেও রদবদল হয়নি নেতৃত্বে।
পূর্বের কমিটির সভাপতি – সাধারণ সম্পাদকের উপরে পূণরায় আস্থা রেখেছেন নেতৃবৃন্দ।
অর্থাৎ এসএম সিরাজুল হক আলমগীরকে সভাপতি ও এমএ রৌফকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
যদিও কাউন্সিলররা ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরিতেও প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন কাউন্সিলর।
আরো পড়ুন – বিসিবি’র “ডেভেলপমেন্ট কোচ অফ দা ইয়ার” নির্বাচিত হলেন টাঙ্গাইলের আরাফাত
তবে বেশ কয়েকজন কাউন্সিলর ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে আওয়ামী লীগে ত্যাগী নেতা-কর্মীদের কোন মূল্যায়ন হয় না।
তারা আরো বলেন, যারা পূজা দিতে পারে, উপঢৌকন দিতে পারে, তারাই কমিটিতে স্থান পায়।
কয়েকজন কাউন্সিলর বলেন, এটাই ভালো হয়েছে। আগের কমিটিই দায়িত্ব পালন করুক। তাদের দল পরিচালনার অভিজ্ঞতা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক আগামী তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।
আরো পড়ুন – টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব গ্রেপ্তার
এছাড়া সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড়মনি ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ মজিদ সুমনের নাম ঘোষণা করা হয়।
এ সময় কেন্দ্রীয়, জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতাকমীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার