চারদিন খোলা রাখার পর বৃহস্পতিবার (১৪ মে) থেকে টাঙ্গাইলের সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে এক গণবিজ্ঞপ্তি জারি ও শহরে মাইকিং করে তা ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে মার্কেট বা ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরবর্তী কোন তারিখ উল্লেখ করা হয় নাই। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি বলবৎ থাকবে।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও জনসাধারণের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্তসমূহ পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
এই চারদিন মার্কেট ও শপিংমলগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রশাসন দেখেছে, ক্রেতা বা বিক্রেতাদের ৯০ শতাংশেরও বেশি সরকারের দেয়া শর্ত মানার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রদর্শন করে নির্লিপ্ত থেকেছেন। বিবৃতিতে বলা হয়, সেহেতু জনসাধারণ তথা সার্বিক টাঙ্গাইলবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্যু ঝুঁকির কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৪ মে ২০২০ তারিখ হতে সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হলো।
তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচা বাজার এবং ওষুধের দোকান ও নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।