সখীপুর প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে ৭ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন মার্কেটে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম এ আদালত পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার আইনে সাজ্জাত হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদউত্তীর্ণ পণ্য থাকায় এ্যানি কসমেটিকসকে ৫ হাজার, ঢাকা সাজ ঘরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন – ভূঞাপুরে ব্যবসায়ীদের মাছসহ ডালা ফেলে দিল পুলিশ
এছাড়াও কসমেটিকস মালিক আরিফুল ইসলামকে ৬ হাজার, ওজন ও পরিমাপ মানদন্ড আইনে আদর্শ বস্ত্রালয়কে ৩ হাজার, বিস্ফোরক দ্রব্য বিক্রির লাইসেন্স না থাকায় ইলেকট্রিক ব্যবসায়ী আবুল হোসেনকে ৩০ হাজার এবং মুদি দোকানদার স্বপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ম্যাট্রোলজি বিভাগের পরিদর্শক কামাল পলাশ, বাজার বণিক সমিতিরি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সম্পাদক ডা. ওয়াজেদ আলী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন – হত্যাকারী আইনের আওতায় আসবে কি? শঙ্কায় নিহত শিহাবের পরিবার
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আলম বলেন, বিভিন্ন অনিয়মের অপরাধে ৭ ব্যবসায়ীকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার