টাঙ্গাইল সদর
,
সংবাদ দাতা
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শহীদ ওসমান হাদির স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর ও শহর শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবিব মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। সভা সঞ্চালনা করেন টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম। এতে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করেন এবং তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা সম্ভব।
আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।











