আজ দানবীর হাজী আবুল হোসেনের ২৭তম মৃত্যুবার্ষিকী

হাজী আবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষায়ক সম্পাদক এবং প্রখ্যাত দানবীর, সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হোসেন এর আজ ২৭তম মৃত্যুবার্ষিকী।

তাঁর মৃত্যুবাষির্কী উপলক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে নেয়া হয়েছে দিনভর নানা কর্মসূচি।

ভোর থেকে মরহুম হাজী আবুল হোসেন এর বাড়িতে খতমে কোরআন, দোয়া মাহফিল কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – টাঙ্গাইলে মহিলা দলের র‌্যালীতে পুলিশের বাঁধা

দোয়া মাহ্ফিলের পর দুপুর থেকে গণভোজের আয়োজন করা হয়েছে। এতে সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল পেশাজীবী মানুষ অংশ নেন।

এছাড়াও হাজী আবুল হোসেন ইনস্টিটিউট অব টেকনোলজি,হাজী আবুল হোসেন উচ্চ বিদ্যালয়, হাজী আবুল হোসেন স্মৃতি ক্লাব সহ টাঙ্গাইল সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নে এবং টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যলয়ে হাজী আবুল হোসেন এর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

উল্লেখ্য, হাজী আবুল হোসেন ১৯৪০ সালের ৩০ নভেম্বর টাঙ্গাইলের দিঘুলিয়ায় জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন টাঙ্গাইল জেলার একজন বিখ্যাত ব্যবসায়ী, সমাজতান্ত্রিক, উদ্যোক্তা, দক্ষ সমাজকর্মী।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি অংশ নেন। তাঁর মানবিক কাজের প্রশংসা করে টাঙ্গাইলের লোকেরা “দানবীর” উপাধিতে হাজী আবুল হোসেনকে ভূষিত করেন।

আরো পড়ুন – অব্যাহতি দেওয়ার ৭ বছর পর থেকে বিধিবহির্ভূতভাবে শিক্ষক কর্মস্থলে বহাল!

১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর তিনি মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৩৯৬ বঙ্গাব্দে তার কর্মের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ শিল্প কৃষ্টি সংসদ কর্তৃক তাকে “জ্ঞান তাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ স্বর্ণ পদক”- মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্পাদনা – অলক কুমার