নাগরপুরে ২৪ ঘণ্টায় খুনের রহস্য উদঘাটন

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে নুরভানু (৫৮) নামের এক নারীকে নৃশংসভাবে খুনের রহস্য ২৪ ঘন্টায় উদঘাটন করল নাগরপুর থানা পুলিশ।

উপজেলা সদরের দুয়াজানী গ্রামে নৃশংস এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করলে সে খুনের কথা স্বীকার করেন।

এর আগে নুরভানুর স্বামী বাবুল মিয়া নাগরপুর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায় করেন।

নাগরপুর থানার অফিসার ইর্নচাজ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার সকালে কে বা কাহারা নুরভানু (৫৮)কে হত্যা ফেলে রেখে যায়।

নিহতের স্বামী বাবুল নাগরপুর থানায় অজ্ঞাত নাম দিয়ে একটি মামলা দায় করেন।

এই সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন – টাঙ্গাইলের নাগরপুরে এক নারীকে কুপিয়ে হত্যা

মামলার অভিযোগ নিয়ে পুলিশ মাঠে নেমে তদন্ত শুরু করে।

ছেলে জহিরুল ইসলাম (৩২) আটক পর তার মাকে খুনের বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

রোববার (১৩ ফেব্রæয়ারি) ছেলে জহিরুল টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।

উল্লেখ্য, শনিবার সকালে নুরভানু (৫৮) নামের এক নারী নৃশংসভাবে খুন হয়। নিহত নুরভানু ওই গ্রামের মো. বাবুল মিয়ার স্ত্রী। সম্পাদনা – অলক কুমার