কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ডের টাঙ্গাইল পাঁচশতাধিক শীতবস্ত্র বিতরণ

তিনটি ইউনিয়নে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, হুগড়া ও বাঘিল ইউনিয়নে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

“আর্ত-মানবতার সেবায় আমরা এসেছি আপনারও এগিয়ে আসুন” এই শ্লোগান নিয়ে শনিবার দিনব্যাপী শীতবস্ত্র কার্যক্রম পরিচালিত করেন সংগঠণের নেতৃবৃন্দ।

কার্যক্রমে শুরুতে সকালে কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জ বাজারে দুস্থ ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন – অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ডেপুটি সিভিল সার্জনের!

বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের অন্যতম নেতা ইয়াহিয়া দেওয়ান খানে।

দুপুরে হুগড়া ইউনিয়নের উত্তর হুগড়ার দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন হুগড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী বাবুল।

বিকেলে বাঘিল ইউনিয়নের ধরেরবাড়ি স্কুলে গ্রামের দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণকালে অতিথি ছিলেন, বাঘিল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ, কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের নির্বাহী সভাপতি আরিফ-উর-রহমান টগর, সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন, সহ-সভাপতি লুৎফর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, সানজিদা লোপা ও সদস্য শাহজালাল আকন্দ।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর পৌরসভা অডিটরিয়ামে পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে কম্বাইন্ড হিউম্যান রাইটস্ ওয়ার্ল্ড টাঙ্গাইল ইউনিটের শুরু হয় পথ চলা।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রী ও তার ভাইদের বিরুদ্ধে আ’লীগ নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ

ইতোমধ্যে টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দেয়াসহ ৩১ জানুয়ারি দুস্থ ও শীতার্ত পৌরবাসীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে এরই মধ্যে চলতি শীত মৌসুমে দুস্থদের মাঝে চার শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।