করটিয়া কাপড়ের হাটে অগ্নিকান্ড; ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

টাঙ্গাইলের সদর উপজেলার বানিজ্যিক এলাকা ঐতিহ্যবাহী দেশের বৃহত্তর কাপড়ের হাটে অগ্নিকান্ডে ৮ টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ৭ এপ্রিল রাতে এ অগ্নিকান্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

জানাগেছে, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে হাটের একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাট লকডাউন থাকায় কোন লোকজন ছিলোনা। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীদের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ৭টি কাপড়ের দোকান সহ আটটি দোকান পুড়ে যায়।

হাট কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনছারী বলেন, আগুনে পুড়ে প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছি।

এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।