কালিহাতিতে ৩য় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রীর শ্লীনতাহানির চেষ্টার অভিযোগে প্রি-ক্যাডেট স্কুলের পরিচালককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবার কালিহাতি মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলাকালীন দুপুর সাড়ে ১২টায় ওই ছাত্রীর পরীক্ষা আগে শেষ হয়ে যায়।

এসময় ছাত্রীটিকে নিজ কক্ষে ডেকে নেয়।

এক পর্যায়ে পরীক্ষার বিষয়ে কথা বলার সময় শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়।

পরে ছাত্রীটি কান্না করে দৌঁড়ে বাড়িতে যাওয়ার সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এসে অভিযুক্তকে আটকে রাখে।

ছাত্রীটি বাড়িতে গিয়ে অভিবাবকদের বললে তারা এসে পুলিশে খবর দেয়।

পুলিশ বিকাল ৪টায় প্রাথমিক চিকিৎসা শেষে স্কুলের পরিচালক অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনায় কালিহাতী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

উল্লেখ্য – এঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে এলাকা থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছেন অনেকে।

ইতিপূর্বেও এরকম একাধিক ঘটনায় জেলহাজতে ছিলেন তিনি।