কালিহাতীতে ৮ দফা দাবীতে সরকারি কর্মচারীদের মানববন্ধন

টাঙ্গাইলের কালিহাতীতে ১১-২০ গ্রেডের সরকারি চাকুরিজীবিদের অধিকার আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে ১১-২০ গ্রেড ভূক্ত কালিহাতী উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী, উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ, উপজেলা ভূমি অফিসের নাজির সবুজ আহমেদ ও উপজেলা কৃষি অফিসের মোঃ বিল্লাল হোসেনসহ কর্মচারী কল্যাণ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা তাদের ৮ দফা দাবীগুলো তুলে ধরেন। দাবীগুলো হচ্ছে- ২০১৫ সালে প্রদত্ত ৮ম পে-স্কেল সংশোধনসহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারন ও গ্রেড সংখ্যা কমাতে হবে (ওখঙ অনুযায়ী বেতন নির্ধারণ), এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে, সকল পদে পদোন্নতি বা ০৫ (পাঁচ) বছর পর পর উন্নয়ন গ্রেড প্রদান করতে হবে (বøক পোষ্ট নিয়মিতকরন করতে হবে), টাইমস্কেল সিলেকশন গ্রেড পুনঃবহালসহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে, সচিবালয়ের ন্যায় পদবী ও গ্রেড পরিবর্তন করতে হবে, সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে, নি¤œ বেতনভোগীদের জন্য রেশন ও ১০০% পেনশন চালু সহ পেনশন গ্রাচুইটির হার ১ টাকা=৫০০ টাকা করতে হবে, কাজের ধরণ অনুযায়ী পদ নাম ও গ্রেড একিভূত করতে হবে।