গুগলের কম্পিউটার ১০ হাজার বছরের হিসাব করবে ২ মিনিটে!

প্রযুক্তিবিদদের স্বপ্নের কম্পিউটার ‘কোয়ান্টাম’ তৈরির দাবি করেছে গুগল। গুগল জানায়, সাধারণ একটি কম্পিউটার যে হিসাব করতে ১০ হাজার বছর সময় নেবে কোয়ান্টাম কম্পিউটার সেটি দুই মিনিটেরও কম সময়ে (২০০ সেকেন্ড) শেষ করবে!

সাধারণ কম্পিউটার কাজ করে বাইনারি সংখ্যা দিয়ে। বাইনারি পদ্ধতিতে সংখ্যা মাত্র দুটি- ০ ও ১। এই দুটি সংখ্যা দিয়েই যাবতীয় কাজ করে এখনকার কম্পিউটার। বর্তমান ব্যবস্থায় প্রতিবার হয় ০ নয়তো ১ ব্যবহার করতে পারে কম্পিউটার। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার ০ ও ১ দুটিরই প্রতিনিধিত্ব করতে পারে। আবার একই সময়ে একই সঙ্গে ০ ও ১’র প্রতিনিধিত্ব করতে পারে কোয়ান্টাম কম্পিউটার। বিশেষ এই কম্পিউটারের মৌলিক একককে বলা হয় কিউবিটস। বাইনারি সংখ্যা হিসেবে ০ ও ১ ব্যবহারের অনবদ্য বৈশিষ্ট্যের কারণেই কোয়ান্টাম কম্পিউটার জটিল গাণিতিক সমস্যার দ্রুত সমাধান করতে পারে।

গুগল এই কম্পিউটার আবিষ্কার করতে ১৩ বছর ধরে চেষ্টা চালিয়েছে।

গুগল কোম্পানির ‘সাফল্যে’ প্রতিযোগী সংস্থাগুলো যারপরনাই ঈর্ষান্বিত। আইবিএম বলছে, ‘গুগল ভুল করছে। তারা যে ১০ হাজার বছরের হিসাবের কথা বলছে, সেটি করতে আসলে আড়াই দিন লাগে!’