ঘাটাইলে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল খাদ্য গুদামে অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।

চাল সংগ্রহ অনুষ্ঠান সভাপতিত্ব করেন ঘাটাইলের  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সোহাগ হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রানী সাহা; উপজেলা কৃষক লীগের আহবায়ক এডভোকেট কে. এম শফিকুল ইসলাম চৌধুরী দুলাল; অটোমিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল সরকার প্রমুখ।

খাদ্য গুদাম কর্মকর্তা মুহাম্মদ খোরশেদ আলম মাসুদ জানান, এ মৌসুমে প্রতি মণ ধান ১০৮০ টাকা দরে ৮৬২ মে. টন এবং প্রতি কেজি ৪০ টাকা দরে ২৫৭৬ মে. টন চাল সংগ্রহ করা হবে।

এ কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত চলবে। সম্পাদনা – অলক কুমার