ঘাটাইলে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ২ নারীর মৃত্যু

ঘাটাইল সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে গারো বাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকের পাশে দূর্ঘটনটি ঘটে।

এ ঘটনায় শিশুসহ আরো অন্তত ৫ জন আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।

নিহতরা হলেন- জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)।

ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন জানান, ভাড়ায় সিএনজি চালিত অটোরিক্সাযোগে একটি পরিবার গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিলেন।

দুপুরে অটোরিক্সাটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোতে থাকা করুনা বেগমের মৃত্যু হয়। আহত ৬ জনকে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের শাহিনা বেগমের মৃত্যু হয়।

শাহিনা বেগম মৃত করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী।