ভিডিও ভাইরাল

চুরির অপবাদে ইজিবাইক চালককে পশুর মতো মারলেন ইউপি সদস্য!

ইজিবাইক চালককে পশুর মতো মারলেন ইউপি সদস্য

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে চুরির অপবাদে ইজিবাইক চালককে পশুর মতো মারলেন ইউপি সদস্য।

১৬ আগষ্টের সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভোক্তভোগী পরিবার।

জানা যায, ঘটনার দিন বরুহা বাজার থেকে অটো রিকসায় যাত্রী নিয়ে যাচ্ছিল ওই গ্রামেরই হাসান মিয়া।

এসময় স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম অটোরিক্সাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।

পরে হাসান তার অটোরিক্সা চাওয়ার জন্য গেলে তাকে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে মনিরুল।

এসময় পাশে থাকা একজন মোবাইল দিয়ে ভিডিও করলে তা অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।

এ অবস্থায় হাসানের পরিবার ইউপি সদস্য মনিরুলের বিচার দাবী চেয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

এসময় মনিরুলের সাথে ছিল তার বাহামভূক্ত স্থানীয় সন্ত্রাসী জুয়েল, সুমন,মনির হোসেন সহ কয়েকজন।

নির্যাতিত হাসান বলেন, আমি আমার অটোরিক্সা চাইতে গেলে মেম্বার বলে, কিসের অটো চাস? তুই এই অটো চুরি করে আনছস।

এসময় ওই ইউপি সদস্যহাসানের কাছে ৮০ হাজার টাকা চাদা দাবী করেন।

এবিষয়ে নির্যাতিত হাসানের মা বলেন, আমার ছেলেদের সম্পর্কে কেউ খারাপ কোন কথা বলতে পারবে না।

এই ঘটনায় ইউপি সদস্যের উপযুক্ত বিচার দাবি করেছেন তিনি।

অভিযুক্ত ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, আমার নামে এইসব মিথ্যা অভিযোগ, আমি কখনো টাকা দাবী করিনি।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি ক্যামেরার সামনে কথা না বললেও তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ইউপি সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।