টাঙ্গাইলের একটি কেন্দ্রে ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা; শিক্ষার্থী অভিভাবকদের ক্ষোভ

টাঙ্গাইলে এসএসসি বাংলা প্রথম পত্রে শহরের একটি কেন্দ্রে ভিন্ন প্রশ্ন পত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলা প্রথম পত্রের সৃজনশীল পরীক্ষায় শহরের বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষার্থীদের অভিযোগ, টাঙ্গাইলের সকল কেন্দ্রে বাংলা প্রথম পত্র সৃজনশীল পরীক্ষার প্রশ্নপত্র ০৩ (সোয়াত) সেটে অনুষ্ঠিত হলেও ব্যতিক্রম ঘটেছে বিন্দুবাসিনী সরকারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ক্ষেত্রে। এ কেন্দ্রে পরীক্ষার্থীরা ০১ (কাশ্মীর) সেটে পরীক্ষা দিয়েছে। তাদের অভিযোগ অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন পত্রে তাদের পরীক্ষা দিতে হয়েছে। এ ঘটনায় অভিভাবকরাও ক্ষুব্ধ হয়েছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে বোর্ডের সাথে কথা হয়েছে। ছাত্র ছাত্রীদের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা নেয়া হবে।