নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার দলের মহাসমাবেশে যোগ দিতে টাঙ্গাইল জেলা বিএনপির নেতাকর্মীরা বুধবার ঢাকায় চলে গেছেন।
দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে এই তথ্য জানা গেছে।
অন্তত ১০ জন নেতার সাথে কথা বললে জানা যায়, তারা নিজ নিজ সমর্থকদের নিয়ে বুধবার সকাল থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
আরো পড়ুন – মির্জাপুরে নারী ইউপি সদস্যকে গণধর্ষণের হুমকি দিলেন চেয়ারম্যান ভাতিজা
পথে বাঁধার মুখে পড়তে পারেন এ আশঙ্কায় সবাই আলাদা আলাদা ভাবে ঢাকায় গেছেন।
এদিকে পল্টনেই সমাবেশ করার লক্ষ্যে একদিন পিছিয়ে দিয়েছে বিএনপি বলে জানিয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
অপরদিকে বিএনপির অভিযোগ, মালিক সমিতির নিষেধাজ্ঞার কারণে ন্যায্য ভাড়া দিলেও কোন বাস পাচ্ছে না তারা।
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক জানান, টাঙ্গাইল থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী এই মহাসমাবেশে অংশগ্রহণ করবে।
কিন্তু তাদের যাতায়াতের জন্য কোন বাস পাওয়া যায়নি। মালিক সমিতির নিষেধাজ্ঞার কারণে ন্যায্য ভাড়া দিলেও কোন বাস রিজার্ভ আসতে রাজি হয় নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, বিভিন্ন উপজেলায় দলীয় নেতাকর্মীরা বৃহস্পতিবার ঢাকায় যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছিলো।
আরো পড়ুন – টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদককে নিয়ে সমালোচনার ঝড়
কিন্তু পথে পুলিশ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বাঁধা দিতে পারে সেই আশঙ্কায় আগে ভাগেই ঢাকায় চলে এসেছেন।
সবাই নিজ দায়িত্বে ঢাকায় এসে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িতে অবস্থান করছেন।
নিজেদের মধ্যে যোগাযোগ করে বৃহস্পতিবার ঢাকার কোন স্থানে একত্রিত হয়ে মহাসমাবেশে যোগদান করবেন।