টাঙ্গাইলের মোট আক্রান্তের অর্ধেক ও মৃতের এক-তৃতীয়াংশই সদরে

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।

জেলার মোট আক্রান্তের অর্ধেক ও মৃতের এক-তৃতীয়াংশই সদরে।

টাঙ্গাইলে এপর্যন্ত মোট আক্রান্ত ৯০৪৪ জন।

মোট আক্রান্তের প্রায় অর্ধেক অর্থাৎ ৪০৩২ জনই টাঙ্গাইল সদরে। অবশিষ্ট ৫০১২ জন জেলার ১১টি উপজেলায় আক্রান্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সদরের পরেই রয়েছে যথাক্রমে মির্জাপুর ৯১৩, কালিহাতীতে ৮৬৪, ঘাটাইলে ৫৭৯, মধুপুরে ৪৪৫, দেলদুয়ারে ৪২৯, সখীপুরে ৪২০, ভূঞাপুরে ৩৬৯, গোপালপুরে ৩২১, ধনবাড়ীতে ২৬১ বাসাইলে ২৩৮ এবং সবশেষে নাগরপুরে ১৭৩।

জেলায় মোট মৃত্যু ১৩৫ জন। আর মৃতদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশিই টাঙ্গাইল সদরের বাসিন্দা। টাঙ্গাইল সদরের মৃতের সংখ্যা ৫৪।

মৃতদের মধ্যে সদরের পরেই যথাক্রমে কালিহাতীতে ১৭, মির্জাপুর ১৪, ঘাটাইলে ১২, দেলদুয়ারে ১১, বাসাইলে ৬, সখীপুরে ৫ এবং নাগরপুরে ২ জন।

এছাড়াও ভূঞাপুর ও গোপালপুরে ৪ করে এবং মধুপুর ও ধনবাড়ীতে ৩ জন করে মারা গেছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সম্পাদনা – অলক কুমার