কিশোরগ্যাংয়ের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রানা

কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে রানা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার মৃত মোশারফ হোসেন খানের ছেলে রানা মিয়া নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।

জানা যায়,গত ১৫ মার্চ কলেজ গেট এলাকা থেকে হাতেম আলীর ছেলে মামুন নামে এক দোকানীকে বিশ্বাস বেতকা এলাকার মনির মিয়ার ছেলে পিয়াস, রাহাত, ছানু মিয়ার ছেলে ছাব্বির, তাহের মিয়ার ছেলে পাপন, সেকান্দারের ছেলে মনির হোসেন, চপল, লিটন মিয়ার ছেলে শাওন, সুরুজ মিয়ার ছেলে সোহাগ, স্বাধীন মিয়ার ছেলে আবির, আসিফ সহ বেশ কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা তুলে নিয়ে যায় বেতকা মুন্সিপাড়া।

আরো পড়ুন – পরীক্ষায় জালিয়াতি, হতে পারলো না পুলিশ। জালিয়াত হিসেবে গ্রেপ্তার

এই খবর পেয়ে মামুনের চাচতো ভাই রানা উদ্ধার করার জন্য গেলে তাকে দেশীয় অস্ত্র লাঠি, রড, ছুড়ি, রামদা দিয়ে এলোপাথাড়ি মারধর করে জখম করে।

এসময় মামুনের কাছে থাকা ১ লক্ষ টাকা নিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠায়।

সেখান থেকে জরুরী চিকিৎসা শেষে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে তার স্বজনরা হামলাকারীদের শাস্তি দাবী করছেন।

ঘটনা পর আহত রানার মা মালেকা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন – আ’লীগ নেতার নেতৃত্বে রাতের আধাঁরে নদীর পাড় কেটে মাটি বিক্রি

এবিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ওই রাতেই সেটিকে মামলা হিসেবে রেকর্ড করা হয়।

এ সময় তিনি আরো জানান, ঘটনার পর থেকেই আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সম্পাদনা – স্বপ্নীল