টাঙ্গাইলে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা

পরীক্ষায় জালিয়াতি, হতে পারলো না পুলিশ। জালিয়াত হিসেবে গ্রেপ্তার

পুলিশ হতে গিয়ে জালিয়াতি

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পন্থা অবলম্বন করায় এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, গতকাল ১৩ মার্চ টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ এর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন – সোনালী ব্যাংকের গ্রাহকরা ফিরে পাচ্ছেন তাদের আত্মসাৎ হওয়া টাকা

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের মৃত আ. কাদের জিলানীর ছেলে মো. রাসেলের (১৯) লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পায়।

কিন্তু মৌখিক পরীক্ষায় জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরের মধ্যে অসঙ্গতি ও তারতম্য পরিলক্ষিত হওয়ায় নিয়োগ বোর্ড তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

এক পর্যায়ের সে স্বীকার করে যে গত ৬ মার্চ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় সে নিজে অংশগ্রহণ না করে অসৎ পন্থা অবলম্বন করে।

সে অসাধুভাবে জালিয়াতির মাধ্যমে অন্য ব্যক্তিকে দিয়ে উক্ত লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন।

যার ফলে তাকে গ্রেপ্তার করা হয়। প্রার্থীর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রীর আপন ভাইয়ের বিরুদ্ধে কৃষি জমি দখল ও মাটি ভরাটের অভিযোগ

পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

এই বিষষয়ে তিনি আরো বলেন, অধিকতর তদন্তের মাধ্যমে এই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।