বাংলাদেশ আর্মি দলের কোচ হলেন ছোটন

গোলাম রব্বানী ছোটন

ক্রীড়া প্রতিবেদক : ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ২৮ মে বাফুফেতে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন।

তাঁর অভিমান ভাঙানোর জন্য এক মাস ধরে অনেক চেষ্টা করেও ব্যর্থ হন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

শেষ পর্যন্ত ৩৬ দিন পর গতকাল ছোটনের পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

সাবিনা খাতুনদের জন্য নতুন কোচ এখনও চূড়ান্ত করতে না পারলেও গোলাম রব্বানী ছোটন নতুন করে শুরু করে দিয়েছেন তাঁর কোচিং ক্যারিয়ার।

মঙ্গলবার বাফুফে থেকে পদত্যাগপত্র গ্রহণের চিঠি পেলেও ২ জুলাই থেকে বাংলাদেশ আর্মি নারী দলের কোচের দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনীর সঙ্গে তাঁর চুক্তিটি অবশ্য দুই মাসের জুলাই-আগস্ট। এর পর প্রিমিয়ার লিগে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর।

এতদিন শুধু নারী ফুটবল দলের সঙ্গে কাজ করলেও এবার প্রেক্ষাপট বদলে পুরুষ দলকেও কোচিং করাতে চান বলে গতকাল জানান ছোটন, ‘এতদিন আমি নারী দলের সঙ্গে কাজ করেছি।

এখন আর এর মধ্যে থাকতে চাই না। আমি ক্লাব কোচিং করাব, সেটা নারী-পুরুষ যে দলই হোক; হতে পারে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নশিপ লিগ।’ সম্পাদনা – অলক কুমার