টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণায় এতিম যুবতী গর্ভবতী; গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রেমিকের প্রতারণায় এক এতিম যুবতী (১৯) সাত মাসের গর্ভবতী হয়েছেন।

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেছেন প্রতারিত প্রেমিকা।

মামলার নম্বর – ২৩, তারিখ – ২০/০১/২০২১।

মামলা দায়েরর পর প্রতারক প্রেমিক অসীম কুমার দাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত অসীম কুমার দাশ (৩৭) করটিয়া হাটখোলা এলাকার স্বর্গীয় অতুল কুমার দাশের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শিশুকালে মা-বাবা মারা যাওয়ার পর করটিয়া কলেজ পাড়ায় তার বড় বোনের সাথে থাকতো ওই যুবতী।

ওই বাড়িতে থাকার সুবাদে অসীমের সাথে তার পরিচয় হয় ওই যুবতীর এবং তারপর থেকেই ওই যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে থাকে।

কিন্তু ধর্মের কারণে তার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন ওই যুবতী। পরবর্তীতে নানা কৌশলে ওই যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারক অসীম।

পরে এতিম ও অসহায়ত্বের সুযোগ নিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে ফুসলিয়ে একাধিবার ধর্ষণ করে।

সর্বশেষ গত বছরের ২৪ সেপ্টেম্বর করটিয়া হাটে অসীমের কাপড়ের গোডাউনের ভেতর পুনরায় বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। এতে ওই যুবতী গর্ভবতী হয়ে পড়ে।

তখন বিয়ের জন্য চাপ দিলে অসীম ওই যুবতীকে বিয়ে করতে পারবেনা এবং কোন ভাবেই ধর্মান্তরিত হবে না বলে জানিয়ে দেয়।

এ সময় ওই নারী জানতে পারেন অসীম কুমার দাশ বিবাহিত এবং সন্তানের জনক।

বিয়ের জন্য চাপ দেওয়ায় ওই যুবতীকে গর্ভের সন্তান নষ্ট করতে বলে ওই প্রেমিক অসীম। এতে রাজি না হওয়ায় তাকে মেরে ফেলার হুমকি দেয়; তখন বাধ্য হয়ে এতিম যুবতী টাঙ্গাইল মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন।

টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতিমা রাণী তরফদার জানান, এ ঘটনায় অভিযুক্ত অসীম কুমার দাশকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এতিম মেয়েটি যাতে ন্যায় বিচার পান সে বিষয়ে সর্বাত্মক চেষ্টা থাকবে। সম্পাদনা – অলক কুমার