টাঙ্গাইলে লঘু অপরাধে স্বল্পমেয়াদের সাজাপ্রাপ্ত ২৪০ বন্দীর তালিকা মন্ত্রণালয়ে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লঘু অপরাধে স্বল্পমেয়াদের সাজাপ্রাপ্ত বেশকিছু বন্দীকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কারা অধিদফতর। এ লক্ষ্যে টাঙ্গাইল কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২৪০ জন বন্দীর তালিকা পাঠিয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

জেল সূত্রে জানা গেছে, জেলা কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দী রয়েছে। ৪৭৬ জন ধারণ ক্ষমতার এ কারাগারে বর্তমানে বন্দী রয়েছেন এক হাজার ৮৪ জন।

কারাগারে বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী রয়েছে ১৫৭ জন। ভেতরে বন্দীদের চিকিৎসার জন্য রয়েছে একটি কারা হাসপাতাল। এর শয্যা সংখ্যা মাত্র ২৪টি। নারী বন্দীদের জন্য মাত্র একটি ওয়ার্ড। সেখানে বন্দী আছে ৪০ জন। অন্যান্য ওয়ার্ড ছাড়াও কনডেম সেল রয়েছে চারটি।

জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, কারা হাসপাতালটিতেই চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। সেখানে আইসোলেশন ও রাখা হয়েছে। যদি বন্দীদের মধ্যে কোনোভাবে করোনা ছড়িয়ে পড়ে, তবে যে কয়জনকে আইসোলেশনে রাখা সম্ভব হবে, তাদের রাখব। প্রয়োজনে স্থানান্তরিত করা হবে।