টাঙ্গাইলে অনিবন্ধিত বেসরকারি হাসপাতালে অভিযান; ৪টি সিলগালা, তিনটিতে জরিমানা

টাঙ্গাইলে ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সারা বাংলাদেশের মতো টাঙ্গাইলেও ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।

গত  বুধবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো  নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে

সেখানে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অবৈধ সব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

তারাই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলা প্রশাসন জেলার অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করতে অভিযান শুরু করেছে।

আরো পড়ুন – ৭২ ঘণ্টার মধ্যে সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

শনিবার (২৮ মে) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রানুআরা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুর ১২টা পর্যন্ত অভিযানে কোন বৈধ কাগপত্র না থাকায় চারটি ক্লিনিক সিলগালা ও দুইটি ক্লিনিক মালিককে জরিমানা করা হয়েছে।

জমি বিক্রয় নোটিশ

সিলগালাকৃত ক্লিনিকগুলো হচ্ছে, স্বদেশ স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ডিজি ল্যাব, পদ্মা ক্লিনিক, আমানত ক্লিনিক অ্যান্ড হসপিটাল

আরো পড়ুন – সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তীর মৃত্যু; নাগরপুরে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন

এছাড়া দি সিটি ক্লিনিকে ২০ হাজার টাকা এবং কমফোর্ড হাসাপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুআরা খাতুন জানান, কোন বৈধ কাগপত্র না থাকায় এখন পর্যন্ত ৪টি ক্লিনিক সিলগালা করা হয়েছে।

এসময় তিনি আরো জানান, অভিযান এখনো চলছে। অভিযান শেষ হওয়ার পর বিস্তারিত বলা যাবে। সম্পাদনা – অলক কুমার