টাঙ্গাইলে আরো ১১ জন করোনা পজিটিভ; মোট আক্রান্ত ১৪৬

টাঙ্গাইলে আরো ১১ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার মোট শনাক্তের সংখ্যা ১৪৬ জন। শুক্রবার (২৯ মে) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, গত ২৩ মে সংগৃহীত নমুনা ২৪ মে ঢাকায় পাঠানে হয়। সেই নমুনা থেকে নতুন ১১টি পজিটিভ কেইস পাওয়া যায়। এর মধ্যে মধুপুর উপজেলায় ৩ (হাসনই ১, শ্রীরামবাড়ী ১, মহাদাস ১); কালিহাতী উপজেলায় ২ (ফুলতলা ১, সিংনা ১); ঘাটাইল উপজেলায় ১ (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স); দেলদুয়ার উপজেলায় ১ (দুল্লা); নাগরপুর উপজেলায় ১ (চামটা, মামুদনগর); সদর উপজেলায় ৩ (দিঘুলিয়া ১, চরপাকুল্যা ১, পূর্ব আদালত পাড়া গাবগাছ মসজিদের দক্ষিণে ১)।

এসময় সিভিল সার্জন আরো জানান, রিপোর্টগুলো স্ব স্ব উপজেলা প্রশানের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে। আক্রান্তদের বাড়ি লকডাউন, চিকিৎসার ব্যবস্থা ও প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও তাদের লেবু, কালো জিরা, মধু, আদা পাঠিয়ে তা ব্যবহারের পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে।