টাঙ্গাইলে আরো ৩২ করোনা পজেটিভ, মোট ৬৬৯ জন

টাঙ্গাইলে প্রতিনিয়তই হুহু করে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলায় নতুন করে আরো ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬৯ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর ১৮, সদর ৮, কালিহাতী ২, সখিপুর ১, ধনবাড়ী ১, ঘাটাইল ১, গোপালপুর ১, এনিয়ে টাংগাইল জেলায় মোট ৬৬৯জন পজিটিভ। জেলায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৩২ জনের পজেটিভ আসে। এছাড়া নতুন করে আরো ২৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৩ জন। আজ টাঙ্গাইলে কোন মৃত্যু নাই।

উল্লেখ্য, বৃহস্পতিবার (০২ জুলাই) পর্যন্ত করোনা আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে মির্জাপুর ২২০, সদর ১৩৭, নাগরপুর ৩৮, কালিহাতী ৪০, দেলদুয়ার ৪২, গোপালপুর ৩৫, মধুপুর ৩৪, ভূঞাপুর ৩০, ধনবাড়ী ২৮, ঘাটাইল ২৭, সখিপুর ২৫ এবং বাসাইল ১৩ জন।