টাঙ্গাইলে এক মাসেই প্রায় দেড় বছরের সমান শনাক্ত ও মৃত্যু

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে গত বছরে ১০ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে কেটেছে প্রায় দেড় বছর।

এই দেড় বছরে টাঙ্গাইলে মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৯২৬ জন আর মৃত্যু হয়েছে ২১৩ জনের।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, মোট আক্রান্ত ১৩ হাজার ৯২৬ জনের মধ্যে বর্তমান বছরের জুলাই মাসেই শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৯৬২ জন।

আর জেলায় মোট মৃত্যু হয়েছে ২১৩ জন। যার মধ্যে ৯৮ জনেরই মৃত্যু হয়েছে এই জুলাই মাসে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

এসময় তিনি বলেন, এমাসের ৭ তারিখ থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান শুরু হবে।

শুধু এনআইডি (ঘওউ) দেখিয়ে টিকা দিতে পারবেন সংশ্লিষ্ট ইউনিয়নের জনগণ। সম্পাদনা – অলক কুমার