টাঙ্গাইলে করোনায় দুই শতাধিক মৃত্যু

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (২৬ জুলাই) পর্যন্ত ২০১ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘন্টায় ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিষয়টি টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, গত বছরের ৮ এপ্রিল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছর ২০ এপ্রিল ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিউদ্দিন নামের এক কলেজ ছাত্রের প্রথম মৃত্যু হয়।

এ বছরের জুন থেকে জেলায় আক্রান্তের হার বেড়ে যায়। জুলাই মাসে আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বেড়ে যায়।

সোমবার পর্যন্ত জেলায় মোট ২০১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।

রোববার (২৫ জুলাই) সকাল ৬ টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত ৮৪৬ জনের নমুনা পরীক্ষা করে ২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়।

আক্রান্তের হার ২৫ দশমিক ১৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১২ হাজার ৮৯৩ জন। এ ছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শতাধিক ব্যক্তি উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন জানান, সচেতন এবং স্বাস্থ্যবিধি না মানলে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়বে।

তাই সবাইকে সচেতন হতে হবে। সকলকে স্বাস্থ্যবিধি, সরকারি নির্দেশনা ও মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি। সম্পাদনা – অলক কুমার