টাঙ্গাইলে ডিসি অফিসের অফিস সহকারীর এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাা করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউর করিম জেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।

জেলা প্রশাসন সূত্র জানান, রেজাউল করিম কোয়াটারে থাকেন। তার পাশের কোয়াটারে থাকা এক নারীকে ইভটিজিং করে আসতেন। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেন।

তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি ইভটিজিং এর কথা স্বীকার করেন।

পরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। পরে বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসক মো. আতাউল গনি জানান, সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিস্কার করা হবে। সম্পাদনা – অলক কুমার