টাঙ্গাইলে দক্ষ বেকারদের জন্য চাকরি মেলা

টাঙ্গাইলে দক্ষ বেকারদের জন্য চাকরি মেলা

নিজস্ব প্রতিবেদক : পলিটেকনিক  থেকে কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করা দক্ষ বেকারদের চাকরির ব্যবস্থা করতে টাঙ্গাইলে চাকরি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মেলায় সারাদেশ থেকে ২৪টি কোম্পানী তাদের প্রতিষ্ঠানের শূণ্য পদের জন্য উপযুক্ত প্রার্থী নির্বাচন করতে স্টল স্থাপন করে।

এতে প্রধান অতিথি ছিলেন পিআইডব্লিউ পরিচালক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্ম-সচিব এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন।

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী বি.এম. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও যোগাযোগ প্রযুক্তি) মুহাম্মদ আব্দুর রহিম সুজন।

এসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন চুন্নু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও আইডিইবি জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী জাহিদ রানাসহ শিক্ষক-ছাত্ররা উপস্থিত ছিলেন। সম্পাদনা – অলক কুমার