টাঙ্গাইলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৯ আগস্ট) সকালে নানা কর্মসুচীর আয়োজন করা হয়।

কর্মসুচীর মধ্যে ছিলো বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুজাচ্চর্না।

বিশাল শোভাযাত্রাটি শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালিবাড়ী এসে সমাবেত হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন, টাঙ্গাইল(গোপালপুর -ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, বাস-কোচ-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি চিত্তরঞ্জন সরকার, শ্রীশ্রী কালীবাড়ি ও পুজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ সাহা, প্রদীপ কুমার গুণ ঝণ্টু,  পৌর কাউন্সিলর কামরুল হাসান মামুন, পৌরসভার মহিলা কাউন্সিলর উল্কা বেগম, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদসহ শোভাযাত্রায় সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

পরে কালিবাড়ি প্রাঙ্গনে আলোচনা সভা ও পুজাচ্চর্না অনুষ্ঠিত হয়।

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে তিথি অনুযায়ী সনাতন ধর্মালম্বীরা উপবাস ব্রত পালন করেন। সম্পাদনা – অলক কুমার