টাঙ্গাইলে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

টাঙ্গাইলে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘এসো গড়ি রক্তের বন্ধুত্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৩৭তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শহরের থানাপড়ায় শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গনে ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল (তাসলিমা পারভিন)।

শুরুতেই টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস টিমের সকল সদস্যবৃন্দ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি জেলা শাখার সকলকে ফুল দিয়ে বরণ করে নেন।

আরও পড়ুন- আন্দোলন ও নির্বাচন দুটোর জন্যই প্রস্তুত থাকবে আওয়ামী লীগ-কৃষিমন্ত্রী

ক্যাম্পেইন কার্যক্রমে মোট ২২১ জন শিক্ষার্থীর রক্তের গ্রপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় করেন বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি টাঙ্গাইল পলিটেকনিক ক্যাম্পাস টিম।

শহরের থানাপড়ায় শাহীন ক্যাডেট স্কুল প্রাঙ্গনে ক্যাম্পেইন শেষে সকল স্বেচ্ছাসেবীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ক্যাম্পাস সমন্বয়ক ইসরাত জাহান মৃদুলা জানান, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীতেও আমাদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি সংগঠনটি মানুষের সেবা করার উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়।