টাঙ্গাইলে বন্যায় বসতবাড়ি হারানো ৮২ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

বন্যায় নদী ভাঙ্গনে বসতবাড়ি হারানো ৮২ পরিবারের মাঝে নগদ ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর স্যোসাল সার্ভিসের পক্ষ থেকে সংস্থার সদস্যদের মাঝে অনুদানের চেক তুলে দেয়া হয়। টাঙ্গাইলে সংস্থাটির সভাকক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটির (এমআরএ) এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অমলেন্দু মুখার্জী বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে অর্থ তুলে দেন।

সংস্থাটির সহ-সভাপতি আব্দুর রউফ খানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভুঁইয়া ও পরিচালক মাহবুবুল হক ভ্ুঁইয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। নদী ভাঙ্গনে বসতবাড়ী হারানো ৮২ জন সদস্যদের মাঝে ৩০ হাজার টাকা করে মোট ২৪ লক্ষ ৬০ হাজার টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।