টাঙ্গাইলে মাকে কুপিয়ে হত্যা করে ছেলের বিষপানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাকে কুপিয়ে হত্যা করে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ছেলে মো. রাসেল।

এ সময় তার স্ত্রীকেও কুপিয়ে আহত করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টম্বর) বিকেলে সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদারকুমুল্লি গ্রামে এ ঘটনা ঘটে।

রাসেলের মা নিহত সেলিনা বেগম (৫০)। রাসেল ওই গ্রামের মো. বছির উদ্দিনের ছেলে।

টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মোশারফ হোসেন জানান, দুপুরে খাবার পর রাসেল (২৮) অসুস্থবোধ করেন।

এসময় তার মা সেলিনা বেগম ও স্ত্রী খোদেজা বেগম সুমিকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল শহরে ডাক্তার দেখাতে আসেন।

বিকেলে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে যান তারা। বাড়িতে গিয়ে মা সেলিনা বেগম ছেলে রাসেলকে তার স্ত্রীর সাথে তুলানা করে কটুক্তি করেন।

এসময় রাসেল ক্ষিপ্ত হয়ে মাকে দা দিয়ে কোপাতে শুরু করেন। তার স্ত্রী খোদেজা বেগম এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে রাসেল ঘরে ঢুকে যান। তিনি ঘরে থাকা কিটনাশক পান করেন। পরে স্থানীয় লোকজন তিনজনকেই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক সেলিনা বেগমকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী বছির উদ্দিন বাদি হয়ে ছেলে রাসেলকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। বর্তমানে রাসেল পুলিশ প্রহরায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুস্থ হলেই তাকে পুলিশি হেফাজতে নেয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। সম্পাদনা – অলক কুমার