টাঙ্গাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর ও কালিহাতীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার পৌলীতে এক ট্রাক চালক ও বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে মহর আলী নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়।

নিহত মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামে আমির আলী ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন।

সকাল সাড়ে এগারাটার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে কালিহাতীতে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তোফাজ্জল হোসেন তপু (৩৯) নামের এক ট্রাক চালক নিহত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার পৌলি এলাকায় এঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক একই এলাকার মৃত রবি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পৌলি নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় তোফাজ্জল হোসেন টুকু।

পরে তিনি বজ্রপাতের কবলে পরেন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা – অলক কুমার