টাঙ্গাইলে লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

টাঙ্গাইলে লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: র‌্যালি, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ৬ ষষ্ঠ বছরে পদার্পণ উপলক্ষে শহরের ডিসি লেকের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি লেক প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লায়ন ফিটনেস ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক জেলা খাদ্য কর্মকর্তা অনন্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌহালি সরকারি কলেজের প্রভাষক ভিপি আনোয়ার হোসেন, সোনালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আব্দুল মজিদ খান, মানিকগঞ্জ পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. মনিরুজ্জামান খান, মাওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ক্লাবের সদস্য গাজী সালাউদ্দিন প্রমুখ।

আরও পড়ুন- ধনবাড়ীতে কাভার্ডভ্যান চাপায় দুই এনজিও কর্মী নিহত

অনুষ্ঠানটি পরিচালনা করেন সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আল আমিন চৌধুরী।

আলোচনায় বক্তারা বলেন, লায়ন ফিটনেস ক্লাবটি ৬ বছর অতিক্রম করেছে এটা সত্যিই গর্বের বিষয়। আমরা এর সফলতা কামনা করি।

আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

প্রসঙ্গত, সুস্থ দেহ, সুস্থ মন, তারুন্য জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর লায়ন ফিটনেস ক্লাবটি যাত্রা শুরু করে।

শিক্ষক, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ক্লাবের সদস্য।