ভূঞাপুর প্রতিনিধি : টাঙ্গাইলে ভুঞাপুরে ঢাকাপোষ্টের সাংবাদিক অভিজিৎ ঘোষকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা রিপোর্টার্স ইউনিটি।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুঞাপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান, সহ-সভাপতি খায়রুল খন্দকার, সাধারণ সম্পাদক হাদী চকদার, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন – টাঙ্গাইলে নতুন জাতের রঙিন ফুলকপি চাষে সফলতা
এসময় বক্তারা বলেন, সরকারী চাল কালোবাজারি করে বিক্রি করে ডিলার বাবুল। চাল জব্দ করেছে প্রশাসন।
সেই নিউজ করায় সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে। তারপরও সে অবৈধ ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।
অথচ প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে ডিলার বাবুলকে গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরো কঠোর হবে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) ফরিদুল ইসলাম বলেন, ডিলার বাবুল এলাকা থেকে পালিয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি উপজেলার ধুবলিয়া এলাকায় চালের ডিলার বাবুলের গোডাউন থেকে সরকারী চাল জব্দ করে প্রশাসন।
পরে সেই সংবাদ জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোষ্ট.কমে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।
আরো পড়ুন – টাঙ্গাইলে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
এতে ক্ষিপ্ত হয়ে চালের ডিলার বাবুল ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি সাংবাদিক অভিজিৎ ঘোষকে মোবাইলে কুপিয়ে হত্যার হুমকি দেয়।
পরে এই ঘটনায় শুক্রবার দুপুরে সাংবাদিক অভিজিৎ ঘোষ ডিলার বাবুলকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেছে। সম্পাদনা – অলক কুমার