টাঙ্গাইলে সোনালী ব্যাংক থেকে গ্রাহকের টাকা গায়েব!

টাঙ্গাইলে সোনালী ব্যাংক থেকে গ্রাহকের টাকা গায়েব!

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে সোনালী ব‌্যাংকের বি‌ভিন্ন শাখায় গ্রাহকদের সঞ্চয়ী হিসাব নম্বর থেকে টাকা কেটে নেয়া হয়েছে।

কেটে নেয়ার তথ্যটি গ্রাহককে জানাতে একটি ক্ষুদেবার্তা (এমএমএস) তাদের মোবাইলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়া‌রি) গ্রাহকরা টাকা কেটে নেয়ার এমন এসএমএস পেয়ে সোনালী ব‌্যাংকগুলোতে ভিড় করছেন।

সরেজ‌মিনে জেলার ভূঞ‌াপুর শাখা সোনালী ব‌্যাংকে গিয়ে দেখা গেছে, হিসাব নম্বর থেকে টাকা কেটে নেয়ার বিষয়ে গ্রাহকরা ব‌্যাংকে ভিড় করছেন।

আরো পড়ুন – “এমপি’র নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ” সাইনবোর্ড ঝুলিয়ে মাটি ব্যবসা! এটা কি সত্যি?

তাদের নিজেদের একাউন্ট থেকে কিভাবে টাকা কেটে নেয়া হয়েছে সেই বিষয়‌টি জানতে এবং ফেরতের জন‌্য আসছে।

গ্রাহকদের টাকা কেটে নিয়েছে এমন খবরে অন‌্য গ্রাহকরাও ব‌্যাংকে ভিড় করছেন।

জানা গেছে, ভূঞাপুর শাখা সোনালী ব‌্যাংকে চাক‌রিজীবীরা ব‌্যক্তিগত ঋণ নিয়েছেন।

সেই অনুযায়ী একাউন্টে প্রতিমাসের বেতনের টাকা থেকে ঋণের টাকা কেটে নেয়া হয়।

কিন্তু প্রতিমাসে ঋণের টাকা কেটে নেয়ার পরও একাউন্টে থাকা সবগুলো টাকা একসাথে কেটে নেয়া হয়েছে।

তবে একসাথে একাউন্টের সবগুলো টাকা কি কারণে কেটে নেয়া হয়েছে সেটার বিষয়ে স্পষ্ট কোন তথ‌্য দেয়া হয়‌নি।

তবে সঞ্চয়ী হিসাব একাউন্টে থাকা গ্রাহকদের সব টাকা কেটে নিয়ে মোবাইলে এসএমএস পাঠনো হয়েছে।

এছাড়া কা‌লিহাতীতে বীরমু‌ক্তিযোদ্ধাদের একাউন্ট থেকে একইভাবে টাকা কেটে নেয়া হয়েছে।

ভূক্তভোগী গ্রাহকদের কথা –

ভূঞ‌াপুর শাখা সোনালী ব‌্যাংকের গ্রাহক হাসান বিন র‌শিদ বলেন, সকালে মোবাইলে এসএমএস এসেছে।

সেখানে দে‌খি আমার একাউন্টে জমাকৃত ১ লাখ ৮১ হাজার টাকা কেটে নেয়া হয়েছে।

পরে ব‌্যাংকে এসে যোগাযোগ করেছি কিন্তু কোন সমাধান পায়‌নি।

আরো পড়ুন – টাঙ্গাইল মেডিকেল কলেজের এমএসআর দরপত্র গ্রহণে দুর্নীতি, সংবাদ সম্মেলন

গ্রাহক শামীমা আক্তার বলেন, একাউন্টে সবটাকা কেটে নেয়া হয়েছে। ব‌্যাংকে ঋণ ছিল কিন্তু সেটা প্রতিমাসে কেটে নেয়া হয়।

কিন্তু একসাথে একাউন্টের সবটাকা কেটে কিভাব‌ে নিল। ব‌্যাংক কর্তৃপক্ষ কোন সমাধান করে‌নি।

ভূঞ‌াপুর উপজেলা স্বাস্থ‌্যকমপ্লেক্সের মে‌ডিকেল অ‌ফিসার ওমর ফারুক বলেন, স্ত্রীর একাউন্ট থে‌কে ১ লাখ ৫১ হাজার টাকা কেটে নেয়া হয়েছে।

কিন্তু কেন টাকা কেটে নিয়েছে সেটা জা‌নিনা। অনেক গ্রাহকের একাউন্ট থেকে একইভাবে টাকা কেটে নেয়া হয়েছে।

সোনালী ব্যাংক কর্তৃপক্ষের কথা –

গ্রাহকদের টাকা গায়েব হওয়ার বিষয়ে ভুঞাপুর শাখা সোনালী ব‌্যাংকের সি‌নিয়র প্রিন্সিপাল অ‌ফিসার (ম‌্যানেজার) খন্দকার রাইসুল আমিন কোন মন্তব‌্য করেন‌নি।

সোনালী ব‌্যাংক প্রিন্সিপাল অ‌ফিস ঘাটাইলের ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, সিস্টেমের মাধ‌্যমে একাউন্ট থেকে অটো কেটে নেয়া হয়েছে।

সিস্টেমের সমস‌্যার কা‌রণে এটা হয়েছে বলে হেড অ‌ফিস থেকে জানানো হয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। তবে গ্রাহকদের টাকা আবার ফেরত দেয়া হবে।

উল্লেখ‌্য, এরআগে ভূঞাপুর উপজেলার গো‌বিন্দাসী শাখা সোনালী ব‌্যাংকের গ্রাহকদের সঞ্চয়ী একাউন্ট থেকে ম‌্যানেজার কর্তৃক প্রায় ৫‌কো‌টি আত্মস‌াতের ঘটনা ঘটেছে।