টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২৭৭; হার ৫১.১১%

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের হার ৫১.১১%।

গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ২৭৭টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত ৪ জন ও উপসর্গ নিয়ে আরো ২ জন মারা গেছেন।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৫৪২টি নমূনা পরীক্ষা করে ২৭৭টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে; শনাক্তের হার ৫১.১১%।

এপর্যন্ত টাঙ্গাইলে ৯০৪৪ জন করোনা আক্রান্ত হয়েছে। টাঙ্গাইলে মোট মৃত্যু ১৩৯। আরোগ্য লাভ করেছেন ৪৯৬৯ জন।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭১৯ জন। মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫৭৩৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় তিনি সকলকে সরকার নির্দেশিত লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব মঙ্গলবার (৭ জুলাই) জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদনা – অলক কুমার