টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

টাঙ্গাইলে ২৪ ঘন্টায় ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে, গত ২৪ ঘন্টায় নতুন করে ৫জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এদের মধ্যে নাগরপুর উপজেলায় ২জন এবং মধুপুর উপজেলায় ৩জন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন- ভূঞাপুরে স্কুল ছাত্রীকে অপহরণ; থানায় মিমাংসার চেষ্টা

জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ১২৬ জন। হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন।

বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীণ আছেন ২৬ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, ডেঙ্গু প্রতিরোধে জেলাজুড়ে জনসচেতনতা মুলক কর্মসূচী জোরদার করা হয়েছে।