টাঙ্গাইল ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু; এক লক্ষ টাকায় দফারফা

ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু

স্বাস্থ্য প্রতিবেদক : টাঙ্গাইলের দয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জুলি আক্তার নামে এক প্রসূতি মহিলার ডিএমসি করানোর সময় ডাক্তারের ভুল চিকিৎসায় মারা যাওয়ার অভিযোগ তুলেছে পরিবার।

টাঙ্গাইল শহরের কাগমারি ফকিরপাড়া গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী জুলি আক্তার তিন দিন আগে শহরের দয়াল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্তান প্রসাবের জন্য ভর্তি হোন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ডিএমসি করনোর জন্য অপারেশন থিয়াটারে নেয় ড. সাজিয়া আফরিন।

আরো পড়ুন – বড় মনির নন, তাহলে কে এই শিশুটির পিতা?

অপারেশন থিয়েটারে নেওয়ার পর ডিএনসি করানোর সময় পরিপূর্ণ না করতে পেরে চলে আসে ড. সাজিয়া আফরিন, পরে আবার রাত ১১টার দিকে পুনরায় ডিএমসি করাতে যায় ড. সাজিয়া আফরিন।

পরে অপারেশন থিয়েটারেই মারা যায় জুলি বেগম।

নিহতর স্বামী ইয়াসিন আলী বলেন,ডা.সাদিয়া আফরিনের ভূল চিকিৎসার কারণেই আমার স্ত্রী মারা গেছে। আমি টাকা চাইনা আমার স্ত্রী হত্যার বিচার চাই

এক লক্ষ টাকা দিয়ে রফাদফার বিষয়ে ইয়াসিনের বাবা মজিবর রহমান বলেন, ক্লিনিক মালিক পক্ষ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিবার চাচ্ছে।

এখন কি বলবো বলেন কিছু করার নাই যে মারা যাবার সে তো মারাই গেছে।

দয়াল ক্লিনিকের মালিক পিয়ারা বলেন, আমি এ বিষয়ে কথা বলতে পারব না। এক লক্ষ টাকা দিয়ে দিছি, তাদের সাথে সমঝোতা হয়ে গেছে।