দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারী সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা সমালোচিত হয়, এমন কোনো সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক–সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ সোমবার তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, তিনি সব সময় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।

গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে। তিনি মনে করেন, গণমাধ্যম অবশ্যই সরকারের সমালোচনা করবে এবং স্বাধীনতা ভোগ করবে, তবে তা যথাযথ দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার সঙ্গে করা উচিত।

সাংবাদিক–সমাজের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং এর চলমান অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে।’

আমি চাই, বাংলাদেশের অগ্রযাত্রা (দায়িত্বহীন সাংবাদিকতার কারণে) আর বাধাগ্রস্ত হবে না।’

আরও পড়ুন – বাসাইলে গৃহবধূকে ধর্ষণ: ছাত্রলীগ নেতার দুই সহযোগীর জামিন নামঞ্জুর

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যসচিব মো. হুমায়ন কবির খন্দকারও বক্তব্য দেন।

বিএফইউজে, ডিইউজেসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।