আওয়ামী লীগ

মধুপুরে দলীয় কোন্দলের জেরে ১০ বছরে সম্মেলন হয়নি

দ্বন্দ্বের জেরে সম্মেলন হচ্ছে না মধুপুরে

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুর দলীয় কোন্দলের জেরে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৩ সালে। এরপর কেটে গেছে ১০ বছর।

এর মধ্যে কয়েকবার সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সম্মেলন হয়নি।

মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ সংসদীয় আসন।

২০০১ সাল থেকে এ আসনের সংসদ সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

নেতাকর্মীদের দ্বন্দ্ব ও সংঘর্ষ-

কৃষিমন্ত্রীর অনুসারী নেতা–কর্মীদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে।

এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ফলে দলের উপজেলা শাখার সম্মেলন আবার থমকে গেছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, ২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত মধুপুর উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে খন্দকার শফিউদ্দিন মনি সভাপতি ও ছরোয়ার আলম খান ওরফে আবু খাঁ সাধারণ সম্পাদক পদে আবারও দায়িত্ব পান।

এই দুজন ১৯৯৬ সাল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন- কথা রক্ষা করতে না পারলে গদি থেকে সরিয়ে দেওয়া হবে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

তৃণমূল নেতাদের কথা –

জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টিতে নিয়মিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্যাতিক্রম শুধু মধুপুর উপজেলা।

এ প্রসঙ্গে মধুপুরের কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, এটি কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নির্বাচনী এলাকা।

তবে তিনি সব সময় দলের সব দায়িত্ব দিয়ে রাখতেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খানকে।

ছরোয়ার আলম সম্মেলন করার ব্যাপারে আগ্রহী ছিলেন না। তাই দীর্ঘদিন এ উপজেলায় সম্মেলন হয়নি।

স্থানীয় নেতারা জানান, কয়েক মাস আগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়।

সে লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

চারটি ইউনিয়নের সম্মেলনও সম্পন্ন হয়েছে।

কিন্তু এর মধ্যে ছরোয়ার আলম খান আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বলে ঘোষণা দেন।

তিনি একটি বেসরকারি টেলিভিশনে কৃষিমন্ত্রী সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন।

এ নিয়ে জেলা আওয়ামী লীগ তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেন।

এরপর থেকে কৃষিমন্ত্রীর অনুসারীদের সঙ্গে ছরোয়ার আলমের অনুসারীদের তীব্র দ্বন্দ্ব শুরু হয়।

এই দ্বন্দ্বের মধ্যে ছরোয়ার আলমের পক্ষে অবস্থান নেন খন্দকার শফিউদ্দিন মনি।

গত ২৩ জুন আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর পর থেকে দুই পক্ষের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ।

সম্মেলন নিয়ে দলের মধ্যে এখন কোনো আলোচনা নেই।

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের অনুসারী অংশের নেতা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী জানান, দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান দলকে কুক্ষিগত করে রেখেছিলেন।

তাই বারবার তাগিদ দেওয়ার পরও তিনি সম্মেলনের উদ্যোগ নেননি।

ছরোয়ার আলম ও তাঁর অনুসারীদের স্বেচ্ছাচারিতার কারণে দীর্ঘদিন সম্মেলন হয় না।

এ ব্যাপারে জানতে ছরোয়ার আলম খানের সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

তবে খন্দকার শফিউদ্দিন মনি বলেন, ‘আমরা সব সময় সম্মেলন করতে চেয়েছি, সব সময় প্রস্তুত ছিলাম।

কিন্তু হঠাৎ এসেই অনেকে নেতা হতে চান। তাই নানা জটিলতায় দীর্ঘদিন সম্মেলন হয়নি। এবার সম্মেলনের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত থমকে যায়।’