নাগরপুরে গ্রামবাসীর উদ্যোগ ও অর্থায়নে রাস্তা সংস্কার

নাগরপুর প্রতিনিধি : চলতি বছরের কয় দফা বন্যায় রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীসহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীদের।

সেই সাথে গাড়ী চলাচলের উপযোগী রাস্তা না থাকায় মুমূর্ষ রোগী নিয়ে বিপাকে পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

এমনি দূর্ভোগের শিকার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের উওর ও দক্ষিণে অবস্থিত রাস্তার।

রাস্তা দুটি দিয়ে প্রায় ৩টি ইউনিয়নের জনসাধারণ চলাচল করে।

রাস্তার ভোগান্তি থেকে মুক্তি পেতে গ্রামবাসীর সংগ্রহকৃত ২ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে মেরামতকৃত কাজের উদ্বোধন করেন সহবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফয়েল আহাম্মেদ মোল্লা।

মঙ্গলবার সকালে উপজেলার সহবতপুর ইউনিয়নের কোকাদাইর দক্ষিণ ও উত্তর পাড়ার রাস্তার কাজ শুরু হয়।

কোকাদাইর গ্রামের নূরুল ইসলামের সভাপতিত্বে উন্নয়ন কাজের বক্তব্য রাখেন, সমাজসেবক রেজাউল ইসলাম রেজা; মোতালেব হোসেন সাগর; লিয়াকত আলী টিটু; ইউপি সদস্য রমজান হোসন মিটুল; আবু সাইদ; সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান প্রমুখ। সম্পাদনা – অলক কুমার