নাগরপুরে জমি চাষের ট্রাক্টরে প্রাণ গেল কিশোরের

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নের আগত গয়হাটা এ প্রাণহানির ঘটনাটি ঘটে।

নিহত কিশোর ওই গ্রামের মুক্তার ফকিরের ছেলে মো. সোহেল ফকির (১৬)।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আগত গয়হাটার চাঁন মিয়ার জমি দীর্ঘ দিন ধরে বর্গা নিয়ে চাষাবাদ করে আসছেন আ. লতিফ।

জমি চাষের জন্য উজ্জল মিয়ার ট্রাক্টর ভাড়া করেন তিনি। বৃহস্পতিবার সকালে ট্রাক্টর চালক নবীন মিয়া ওই জমিতে হাল দেওয়া শুরু করেন; সেসময় চালকের পাশে বসে থাকে কিশোর সোহেল।

ট্রাক্টর চলাকালীন সময় ঝাকুনিতে সোহেল পড়ে গেলে সাথে সাথে লাঙ্গলে পেচিয়ে যায় তার দেহ।

লাঙ্গলের ফলায় ক্ষতবিক্ষত হয়ে মারা যায় সে। চালক নবীন সোহেলের মৃত দেহ জমিতে ফেলে রেখেই পালিয়ে যায়।

এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে ফোর্স পাঠাই।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপালে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা – অলক কুমার