নাগরপুরে ট্রাক্টর-সিএনজি অটোরিক্সা সংঘর্ষে নিহত ১ আহত ৪

খবর বাংলা, সড়ক দুর্ঘটনা, টাঙ্গাইল

নাগরপুর প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টর (ট্রলি ট্রাক্টর) ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে।

রোববার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল আরিচা মহাসড়কে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আনোয়ারা (৫০) টাঙ্গাইলের কাদেরের স্ত্রী (ডাক্তার কাদের)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি টাঙ্গাইল থেকে নাগরপুর আসার পথে জাইলাবাড়ির মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে মাটি বোঝাই টলি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সাইটে থাকা সিএনজিকে চাপা দেয়।

এতে ওই সিএনজির ড্রাইভারসহ সকল যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাগরপুর হাসপাতালে প্রেরণ করেন।

সেখান থেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেবার পথে আনোয়ারা নামে সিএনজির এক মহিলা যাত্রী মারা যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বড় ভাইয়ের মূত্যুর খবর শুনে পরিবারের লোকজন নিয়ে চৌহালী উপজেলার পাথরাইল গ্রামে যাবার পথে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাইলাবাড়ির মোড় নামক স্থানে আসলে অপর দিক থেকে রফিক মোল্লার টলি ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি’কে চাপা দিলে ড্রাইভারসহ ৫ জন গুরতর আহত হয়।

স্থানীয়দের সহযোগিতায় নাগরপুর হাসপাতালে নেওয়া হলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্মরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন; হাসপাতালে নেবার পথে আনোয়ারা মারা যান।

পরিবারের আহত তিনজন হচ্ছেন নিহতের ভাই আ. সামাদ ও তার স্ত্রী এবং ছেলে ফয়জুল্লাহ।

বর্তমানে আহত সবাই আশংকাজনক ভাবে চিকিৎসাধীন রয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘাতক গাড়ি ও তার চালক কাউকে আটক করা হয়নি বলে জানা যায়।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল-মামুন বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। গাড়ি দুটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

তবে নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা – অলক কুমার