পলিথিন নিয়ে বকাঝকা করায় হত্যা করা হয় শতবর্ষী বৃদ্ধাকে

টাঙ্গাইলের ভূঞাপুরে শতবর্ষী বৃদ্ধাকে জবাই করে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. বাদল ওরফে বাবু (২৫) জামালপুর জেলার সরিষাবাড়ি এলাকার ফকির আলির ছেলে।

বৃহস্পতিবার ২৮ নভেম্বর টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই বিষয়টি জানান। এই ঘটনায় আসামি বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন বলেও জানান তিনি।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, নিহত বৃদ্ধার ছেলের দোকানে কর্মচারী হিসেবে গত তিন মাস আগে কাজে যোগ দেন বাবু। ঘটনার দিন বাবু এক গ্রাহককে একটি ছোট পলিথিনের পরিবর্তে বড় পলিথিনে মাল দেয়ার কারণে মালিক তাকে গালমন্দ করে। পরে সে বাড়িতে খাইতে গেলে ঐ বৃদ্ধাও তাকে কয়েকটি কথা বলে। এতে সে ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা একটি বটি দা দিয়ে আহাতন বেওয়া (১২০) কে গলা কেটে হত্যা করে।

ঘটনার পর আসামি বাবু পালিয়ে যাওয়ার সময় কলিহাতী থানাধীন ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকা হইতে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় ভূঞাপুর থানায় ৩০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-১৩ তারিখ-২৬-১১-১৯। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।